আজকের বার্তা
আজকের বার্তা

ঝালকাঠিতে লেগুনায় আগুন


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ ঝালকাঠিতে লেগুনায় আগুন
Spread the love

বার্তা ডেস্ক ॥ ঝালকাঠিতে সড়কে থামিয়ে রাখা একটি লেগুনা গাড়িতে আগুন দিয়ে পুড়িয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের সমাজসেবা অফিসের সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শহরের কলেজ রোডের সমাজসেবা কার্যালয়ের সামনের সড়কে একটি লেগুনা গাড়ি পার্কিং করা অবস্থায় ছিল। রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা লেগুনাটিতে আগুন ধরিয়ে দিয়ে সটকে পড়ে।

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় আগুন নেভানো হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি। আগুনে লেগুনা গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।

ঝালকাঠি থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, ‘দুর্বৃত্তের দেওয়া আগুনে একটি লেগুনা পুড়ে গেছে।

কারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে অবরোধের সমর্থনে আজ বৃহস্পতিবার ভোরে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ষাইটপাকিয়া এলাকায় মিছিল করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা।