আজকের বার্তা
আজকের বার্তা

বিপুল পরিমাণ জাটকা জব্দ


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৩ ৬:১৪ অপরাহ্ণ বিপুল পরিমাণ জাটকা জব্দ
Spread the love

বার্তা ডেস্ক ॥  ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহি পরিবহনে তল্লাশী চালিয়ে ১০ মন জাটকা জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় জাটকা পরিবহনের দায়ে দুটি পরিবহনের সুপারভাইজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ অভিযানে জাটকাগুলো জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশারসহ গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে জব্দকৃত জাটকা বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।