আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, শনাক্ত ২০৮


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৩ ৭:৪১ অপরাহ্ণ বরিশালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, শনাক্ত ২০৮
Spread the love

বার্তা ডেস্ক ॥ বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মাইনুল (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল  এ তথ্য নিশ্চিত করেন।

মাইনুল বরিশালের বানারীপাড়া উপজেলার টেটলা গ্ৰামের সালেক মিয়ার ছেলে। তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৪ নভেম্বর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ নভেম্বর রাতে তার মৃত্যু হয়।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৫ হাজার ৩০৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৫১৬ জন। বিভাগে এখন পর্যন্ত ১৬৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৩১ জন, ভোলা সদর হাসপাতালে দশ জন, বরগুনা সদর হাসপাতালে পাঁচ জন, পিরোজপুর সদর হাসপাতালে ১২ জন, পটুয়াখালীর দুই হাসপাতালে আটজন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ৬৩ জন, পটুয়াখালীতে ২৫ জন, পিরোজপুরে ৬৪ জন, ভোলায় ১৩ জন, বরগুনায় ২৯ জন ও ঝালকাঠিতে ১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। সোমবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৬২৫ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।