আজকের বার্তা
আজকের বার্তা

যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারেঃ সংসদ সদস্য টিপু


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩ ৬:৩১ অপরাহ্ণ যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারেঃ সংসদ সদস্য টিপু
Spread the love

বার্তা ডেস্ক ॥  জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩(বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু বলেছেন সুস্থ্য শারীরিক গঠন ও মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। মোবাইল ফোনের গেমস খেলা পরিহার করে যুবসমাজকে খেলার মাঠমুখী হতে হবে। যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে। বর্তমান সরকারের আমলে প্রতিটি উপজেলায় নির্মাণ করা হচ্ছে মিনি স্টেডিয়াম। শেখ হাসিনার সরকারের আমলে ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে। শনিবার (১২ নভেম্বর) সন্ধায় বাবুগঞ্জ উপজেলায় মানিককাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপু (এমপি) মিনি নাইট টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় মনোযোগী হতে হবে। তাই শ্রেণি-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে। সমাজের অপরাধমূলক কর্মকান্ড থেকে মানুষকে দূরে রাখে। সুস্থভাবে জীবন যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। মানিককাঠী যুব সমাজ ও জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ১৮টি দল অংশগ্রহণ করে। মানিককাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহীন’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ মকিতুর রহমান কিসলু, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলানী সাযোয়াল, হামিদুর রহমান, যুব সংহতি নেতা জুয়েল রানা, ছাত্র সমাজ নেতা মাইনুল সরদার, সুমন হোসেন সাওন, খালেদ হোসেন শান্ত প্রমুখ।