বার্তা ডেস্ক ॥ খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুরের ইন্দুরকানীতে আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সরকারি ইন্দুরকানী কলেজ মাঠে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম মতিউর রহমান এর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান সেলিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একে এম এ আউয়াল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বাস।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান খালেক, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউল আহসান গাজী এবং সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ সহ আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মোঃ মাহমুদুল হক দুলাল, মোঃ সাঈদুর রহমান সাঈদ, মোঃ মুনিরুজ্জামান সিকদার,মোঃ মিজানুর রহমান খসরু, মোঃ কামরুজ্জামান ইব্রাহিম, বজলুর রহমান মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, কামরুজ্জামান শাওন তালুকদার, হাওলাদার মোয়াজ্জেম হোসেন, আব্দুল আজিজ হাওলাদার আওয়ামী লীগ নেত্রী দিলরুবা নাহার মিলন প্রমুখ।