বার্তা ডেস্ক ॥ ভোলার বোরহানউদ্দিনে এলজিইডি বাস্তবায়িত ২৪ টি প্রকল্প উদ্বোধন, কৃষি প্রণোদনা বিতরণ ও মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ভোলা-২(বোরহানউদ্দিন-দৌলতখান)আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্প ও বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
উপজেলা প্রকৌশলী মো. মাইদুল ইসলাম জানান, উপজেলায় এলজিইডি বাস্তবায়িত ২৪ টি প্রকল্প উদ্বোধন করা হয়েছে। ওই বাস্তবায়িত প্রকল্প ব্যয় হয়েছে ৩৮ কোটি ১১ লাখ টাকা। আজ থেকে সংশ্লিষ্ট এলাকার জনগন এর সুফল ভোগ করবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল জানান, উপজেলার ৩ হাজার ৯৫০ জন কৃষকের মাঝে রবি শস্যের জন্য বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
এছাড়া সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা পরিচলন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৮ লাখ ৭০ হাজার ৫০০ টাকা ব্যয়ে উপজেলার বিভিন্ন স্কুল ও সমমানের প্রতিষ্ঠানে ৫৭০ জোড়া টেবিল বিতরণ করা হয়। একই সময় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলার ৯০ টি জেলে পরিবারের হাতে বৈধ মাছ ধরা উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামানের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আলী আজম মুকুল এমপি। আরো বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মাইদুল ইসলাম,কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বাহাউদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার লোক উপস্থিত ছিলেন।