বার্তা ডেস্ক ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে যত্রতত্রভাবে লাইসেন্সবিহীন পেট্রোল বিক্রি ও গাছ রাখার দায়ে তিন ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু আব্দুল্লাহ খান। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, বন কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব, গৌরনদী মডেল থানার এসআই নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।