আজকের বার্তা
আজকের বার্তা

অব্যাহতি নিচ্ছেন বিসিসি মেয়র সাদিক আব্দুল্লাহ


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ০৮, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ অব্যাহতি নিচ্ছেন বিসিসি মেয়র সাদিক আব্দুল্লাহ
Spread the love

নিজেস্ব প্রতিবেদক ॥  ৯ নভেম্বর দায়িত্ব ছেড়ে দিচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশনের কনিষ্টতম মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। আর আগামী ১৪ নভেম্বর দায়িত্ব নেবেন তারই চাচা নতুন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৩ নভেম্বর শেষ হতে যাচ্ছে বরিশাল সিটি কর্পোরেশনের বিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর কর্ম দিবস। কিন্তু ৫ দিন আগেই ৯ নভেম্বর দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মেয়র  সাদিক আব্দুল্লাহর বিদায় অনুষ্ঠানে বিভিন্ন মাত্রার আয়োজন করেছে একাধিক সংগঠন।

সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠজন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর নগর ভবন থেকে হেঁটে কালীবাড়ি সেরনিয়াবাত ভবনে ফিরবেন সাদিক আব্দুল্লাহ।

এ সময়ে সড়কের দুই পাশে নগরবাসী গণসংবর্ধনার আয়োজন করেছে। এছাড়াও স্বেচ্ছাসেবী কয়েকটি সংগঠন বিদায় সংবর্ধনার আয়োজন করেছে। সাদিক আব্দুল্লাহর অব্যাহতির কারণে আগামী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত চার দিন মেয়রশূন্য থাকবে নগর ভবন।

এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন বলেন,মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ৯ নভেম্বর পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন তার মেয়াদকাল পাঁচ বছর পূর্ণ হবে আগামি ১৩ নভেম্বর।

তিনি আরো বলেন, আগামি ১৪ নভেম্বর নতুন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ দায়িত্ব নেবেন। মেয়র সাদিক আব্দুল্লাহ অব্যাহতি নেওয়ায় নতুন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর সঙ্গে দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠানে দেখা হওয়ার সম্ভাবনা নেই  মনে হয়।

অপরদিকে নতুন দায়িত্ব নিতে যাওয়া মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর অভিষেক অনুষ্ঠানের জন্য সাজানো হচ্ছে পুরো নগরী।১৪ নভেম্বর (মঙ্গলবার) আবুল খায়ের আব্দুল্লাহর অভিষেক অনুষ্ঠান আড়ম্বরপূর্ণ করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন। তিনি জানান, অভিষেক অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের যোগ দেওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে চাচা আবুল খায়ের আব্দুল্লাহর বিপরীতে আওয়ামী লীগের মনোনয়ন হারান সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। গত ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী  ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পান ৩৩ হাজার ৮২৮ ভোট।


Deprecated: Function WP_Query was called with an argument that is deprecated since version 3.1.0! caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 6031