বার্তা ডেস্ক ॥ সম্প্রতি অনুষ্ঠিত বিদ্যালয়ের এসএসসির টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ফরমপূরণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়ায় হতাশ স্কুল ছাত্র লিমন সরদার বিষপানে আত্মহত্যা করেছে। মৃত লিমন জেলার বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিলো।
বুধবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী জানিয়েছেন, মৃত লিমন সৈয়দকাঠি ইউনিয়নের মধ্য আউয়ার গ্রামের মৃত আনোয়ার হোসেন সরদারের ছেলে। লিমনের আত্মহত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ। ওসি আরও জানিয়েছেন, বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ নভেম্বর লিমন মৃত্যুবরণ করে। এর আগে রোববার সকালে সে (লিমন) বিষপান করলে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, এসএসসির টেস্ট পরীক্ষায় ফেল করা নিয়ে মায়ের গালমন্দ, ফরমপূরণে স্কুল কর্তৃপক্ষের অস্বীকৃতি, বিষয় নিয়ে সহপাঠি প্রেমিকার সাথে সম্পর্কের অবনতি হওয়ায় লিমন সবার অজান্তে বিষপান করে। সৈয়দকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক গোলাম মাহমুদ মাহাবুব বলেন, এসএসসির টেস্ট পরীক্ষায় অকৃতকার্যদের বিষয়ে সিন্ধান্ত নেওয়ার জন্য ৭ নভেম্বর বিকেলে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বৈঠক ডাকা হয়েছিল কিন্তু তার পূর্বেই লিমন হতাশায় বিষপান করে মৃত্যুবরণ করেছে।