বার্তা ডেস্ক ॥ অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর নির্বিচার হামলা অব্যাহত রয়েছে। গত এক মাসের নৃশংস হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৯ হাজার ৯২২ হয়েছে। এর মধ্যে শিশুর সংখ্যাই সাড়ে চার হাজারের বেশি। ইসরাইলের বর্বর বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরাইলি বাহিনী গাজার মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবিরসহ বেসামরিক মানুষের বাড়িঘর সব জায়গায় হামলা চালিয়ে আসছে।
গাজার আল-আকসা হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার বিকালে মধ্য গাজার বুরেজি শরণার্থী শিবিরে একটি স্কুলের কাছে কয়েকটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়।
বুরেজ ক্যাম্পটি তুলনামূলকভাবে ছোট শরণার্থী শিবির, যা গাজা উপত্যকার মাঝখানে অবস্থিত। ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিসের (ইউএনআরডব্লিউএ) নিবন্ধিত প্রায় ৪৬ হাজার ফিলিস্তিনি শরণার্থীর আবাসস্থল হচ্ছে এই শিবির।
গত বৃহস্পতিবারও এই শিবিরে ইসরাইলি হামলার ঘটনা ঘটে এবং তাতে ১৫ জন নিহত হন। মূলত গত সপ্তাহে ইসরাইল গাজার অভ্যন্তরে শরণার্থী শিবিরগুলোতে অসংখ্য হামলা চালিয়েছে। সেগুলোও আবার প্রায়শই এমন সব এলাকায়, যা অবরুদ্ধ এই ভূখণ্ডের সবচেয়ে ঘনবসতিপূর্ণ কিছু এলাকা বলে পরিচিত।
ইসরাইল বলেছে, সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের কমান্ডারদের লক্ষ্যবস্তু করছে তারা। যদিও ইসরাইলের হামলায় নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।