আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, আওয়ামী লীগের অবস্থান


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ০৬, ২০২৩ ৫:৩৭ অপরাহ্ণ বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, আওয়ামী লীগের অবস্থান
Spread the love

বার্তা ডেস্ক ॥ বরিশালে অবরোধের সমর্থনে এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের মুক্তির দাবিতে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। অপরদিকে বিরোধী দলের নৈরাজ্য মোকাবেলায় দলীয় কার্যালয়ের সামনে সরব ছিলো আওয়ামী লীগ। টানা ২ দিনের অবরোধের শেষ দিনে বরিশালে যানবাহন চলাচল ছিলো প্রায় স্বাভাবিক।

অবরোধের দ্বিতীয় ও শেষ দিন আজ সোমবার সকাল সোয়া ১০টায় নগরীর সার্কিট হাউজের সামনে থেকে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের করে মহানগর ছাত্রলীগ। মিছিলটি কিছুদূর অগ্রসর হওয়ার পর সবাই সটকে পড়েন। মিছিল থেকে অবরোধের সমর্থনে এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

এদিকে অন্য দিনের মতো আজ সকালে সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে সরব ছিলো জেলা ও মহানগর আওয়ামী লীগ।

 

অবরোধের দ্বিতীয় দিন বরিশালের স্থানীয় এবং দূরপাল্লা রুটে সীমিত পরিসরে বাস চলেছে। অন্য যানবাহন চলাচলও প্রায় স্বাভাবিক। অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল করলেও যাত্রী সংকট দেখা গেছে। নগরীর দোকানও বেশিরভাগ খোলা।
যে কোন ধরনের অনাকাংখিত পরিস্থিতি রোধে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।