বার্তা ডেস্ক ॥ ইলিশ মাছের প্রজনন মৌসুমে ‘মা ইলিশ’ রক্ষায় ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান পরিচালনা করে সর্বমোট ৭ লাখ ৩৪ হাজার ৭শ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় জালসহ হাতেনাতে আটক করা হয় ২৭ জন জেলেকে। জব্দকৃত জালের মূল্য আনুমানিক ১ কোটি ৪৮ লাখ ১৪ হাজার টাকা বলে জানিয়েছে জেলা মৎস্য কর্মকর্তা।
তিনি জানান, মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী, ইলিশের ভরা প্রজনন মৌসুমে দেশের নির্দিষ্ট উপকূলীয় এলাকায় ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়। ফলে গত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সর্বমোট ২২ দিন ইলিশের প্রজনন এলাকায় সবধরনের মাছ ধরা নিষিদ্ধসহ সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়।
ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, আমরা সবার সহযোগিতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে সক্ষম হয়েছি। ফলে এ বছর এবং আগামী বছর নদীতে ইলিশের দেখা পাবে জেলেরা।