আজকের বার্তা
আজকের বার্তা

পিরোজপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ০৩, ২০২৩ ৬:০৩ অপরাহ্ণ পিরোজপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত
Spread the love

বার্তা ডেস্ক ॥ পিরোজপুর শহরে এক পাষন্ড স্বামী ছুরিকাঘাতে তার স্ত্রীকে হত্যা করেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ৮ টার দিকে শহরের মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটেছে বলে নিহতের ভাই সাকিল শেখ অভিযোগ করেছেন। নিহত লাইজু বেগম (৩৫) ওই এলাকার রাজিব খানের স্ত্রী এবং পিরোজপুর সদর উপজেলার কালিকাঠী গ্রামের মোস্তফা শেখের কন্যা। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী রিয়াজ খান (৩৮) পলাতক রয়েছে। পেশায় নির্মাণ শ্রমিক রিয়াজ পিরোজপুর সদর উপজেলার মাছিমপুর এলাকার সোহরাব খানের পুত্র। নিহতের ভাই সাকিল জানান, তার বোন লাইজুর সাথে স্বামী রিয়াজের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিলো। সেই বিরোধের জের ধরেই বৃহস্পতিবার রাতে রিয়াজ তার বোনকে পেটে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে পিরোজপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক ডাক্তার মো: সাকিল সরোয়ার জানান, পেটে গুরুতর আঘাত নিয়ে লাইজু নামের এক নারীকে পুলিশ হাসপাতালে নিয়ে আসে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া শুরু করতেই তার মৃত্যু হয়। পিরোজপুর সদর থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন জানান, পুলিশ লাশ উদ্ধার ও  ঘটনাস্থল পরির্শন করেছে। ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।