বার্তা ডেস্ক ॥ ঝালকাঠির রাজাপুরে নিজবাড়ির পুকুরের পানিতে ডুবে মুছা মিয়া (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের পোদ্দার হাওলা এলাকায় এ ঘটনা ঘটে।
মুছা ওই এলাকার হযরত আলীর ছেলে।
রাজাপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কাসেম জানান, পরিবারের সকলের অগোচরে মুছা নিজ বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পেয়ে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আবুল কাসেম বলেন, অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।