বার্তা ডেস্ক ॥ বরিশালে বিভাগীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (বালক ও বালিকা অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার উদ্বোধনী দিনে পিরোজপুর ও পটুয়াখালী এবং বরিশাল ও ঝালকাঠী জেলা বালক ও বালিকা দলের খেলা অনুষ্ঠিত হয়। আগামী রবিবার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এর আগে সকাল সাড়ে ১০ টায় বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বরিশাল বিভাগীয় পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী বলেন, খেলাধুলার প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন। খেলাধুলা মনের আনন্দ ও শরীর গঠনের জন্য সহায়ক। বর্তমান সময়ে ছেলে-মেয়েরা স্মার্ট ফোনের মধ্যে নিমজ্জিত থাকছে। সেখান থেকে তাদের খেলাধুলায় ফিরিয়ে আনতে হবে। এখানে যারা চ্যাম্পিয়ন হবে তারা জাতীয় পর্যায়ে খেলবে। বরিশালের খেলোয়াররা জাতীয় পুরস্কার আনতে পারবে বলে বিশ্বাস বিভাগীয় কমিশনারের।
পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে বেলুন-ফেস্টুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করেন।
বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. পারভেজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মো. শহিদুল্লাহ, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল মারুফ, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. সাইদুল ইসলাম শুভ, পটুয়াখালী জেলা ক্রীড়া কর্মকর্তা শাফাতুল ইসলাম ও পিরোজপুর জেলা ক্রীড়া কর্মকর্তা নরেশ গাইন।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহেল মারুফ জানান, বিভাগীয় পর্যায়ের এই টুর্নামেন্টে ৬ জেলার অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে। প্রতিটি দল পৃথকভাবে পরস্পরের মুখোমুখি হবে। বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন দল জাতীয় পর্যায়ে খেলবে।