আজকের বার্তা
আজকের বার্তা

বাউফলে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ০২, ২০২৩ ৬:২৫ অপরাহ্ণ বাউফলে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন
Spread the love

বার্তা ডেস্ক ॥  পটুয়াখালীর বাউফলে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন হয়েছে। আজ ২ নভেম্বর বৃহস্পতিবার সকাল দশটায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিযানের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম। এ সময় ইঁদুর নিধনের বিষয়ে সভায় বিষদ আলোচনা করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয়  হচ্ছে ‘ইদুরের দিন হবে শেষ গড়বো সোনার বাংলাদেশ’। এ সময় কৃষকদের মাঝে ফলের চারা ও লাউবীজ বিতরন করা হয়।

এ সময় অন্যান্যের মধো উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ খায়রুল ইসলাম, বাউফল উপজেলা কৃষি অফিসার অনিরুদ্ধ দাস, উপজেলা উপসহকারী কৃষিকর্মকর্তাগন। সাংবাদিক হারুন অর রশিদ খান, আরেফিন শহিদ, নাজিম উদ্দিন ও সুবিধাভোগী কৃষক প্রমুখ।