আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালের সাত ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায়


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ০২, ২০২৩ ৬:২০ অপরাহ্ণ বরিশালের সাত ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায়
Spread the love

বার্তা ডেস্ক ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে যত্রতত্রভাবে ইট, গাছ, বাঁশ ও অন্যান্য সরঞ্জামাদি রাখার দায়ে গৌরনদী বাসষ্ট্যান্ড, মাহিলাড়া, বাটাজোর ও আশোকাঠী এলাকার ছয়জন ব্যবসায়ীর কাছ থেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায়সহ একটি করাতকলের লাইসেন্স হালনাগাদ না থাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে পাঁচশ’ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু আব্দুল্লাহ খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে অভিযান পরিচালনা করা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জানিয়েছেন, বুধবার সন্ধ্যার পর বিশেষ অভিযান চালিয়ে এ জরিমানা টাকা আদায় করা হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা বন কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব, মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, গৌরনদী ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার বিপুল হোসেন ও গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন উপস্থিত ছিলেন।