আজকের বার্তা
আজকের বার্তা

বিদেশি পর্যটক নিয়ে ভারতের প্রমোদতরী বরিশালে


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ০২, ২০২৩ ৬:১০ অপরাহ্ণ বিদেশি পর্যটক নিয়ে ভারতের প্রমোদতরী বরিশালে
Spread the love

বার্তা ডেস্ক ॥ অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড ও আয়ারল্যান্ডের ৩১ জন পর্যটক নিয়ে দুই দিনের সফরে বরিশাল এসেছে ভারতের প্রমোদতরী আরভি কিন্দাত প্যানডো। গতকাল বুধবার দুপুরে বরিশাল নৌ-বন্দর সংলগ্ন স্টিমার ঘাটে নোঙর করে প্রমোদতরীটি।

বৃহস্পতিবার সকালে বরিশালের ভাসমান বাজার ও পেয়ারাবাগান পরিদর্শন করে ফিরে দুপুর সাড়ে ১২ টার দিকে চাঁদপুরের উদ্দেশ্যে বরিশাল স্টিমার ঘাট ত্যাগ করেছে পর্যটকবাহী ভারতের প্রমোদতরী।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোঃ সেলিম জানান, বুধবার দুপুর একটার দিকে ভারতীয় প্রমোদতরী আরভি কিন্দাত প্যানডো বরিশাল স্টিমার ঘাটে নোঙর করে। ওইদিন বিকেলে পর্যটকরা বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন গির্জা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা সন্ধ্যায় প্রমোদতরীতে ফিরে আসেন।

অস্ট্রেলিয়ার ১২ জন, আমেরিকার চারজন, যুক্তরাজ্যের আটজন, কানাডার চারজন, সুইজারল্যান্ডের দুইজন ও আয়ারল্যান্ডের একজন পর্যটকসহ ভারতের ২১ জন ক্রু নিয়ে বরিশাল থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে আরভি কিন্দাত প্যানডো নামের প্রমোদতরী।

নগরীর অক্সফোর্ড মিশন গির্জার ফাদার জন এসপিডি জানান, বিভিন্ন দেশের খ্রিস্টান সম্প্রদায়ের ৩১ জন পর্যটক এসেছিলেন। তারা সবাই বয়স্ক। অবসর সময় কাটাতে তারা দেশ-বিদেশ ঘুরে বেড়ান। তারা চার্চ পরিদর্শন করে অনেক খুশি হয়েছেন।