বার্তা ডেস্ক ॥ ভোলার দৌলতখানে নিয়ন্ত্রণহীন আলু ও পেঁয়াজের বাজার। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীন ভাবে বেড়েই চলেছে। মাঝেমধ্যে বাজার মনিটরিং করা হলেও শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমছে ন। পাল্লা দিয়ে বেড়েই চলেছে ডিম মুরগি ও মাছের দাম। ৬০ থেকে ৮০ টাকা কেজির নিচে কোন সবজি মিলছে না বাজারে। মাছ বাজারে ১শত আশি থেকে ২শত টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি পাঙ্গাশ। ঘেরও চাষের ছোট ছোট কোরাল মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮শত টাকা দরে। উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে প্রতিহালি ডিম বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। বয়লার মুরগির দাম প্রতি কেজি একশত আশি টাকা। পেঁয়াজ ১শত ২৫ থেকে ১শত ৩০ টাকা। আলু ৫৫ টাকা। মোটা চালের দামও বেড়েছে। ৫৫ টাকায় বিক্রয় করা হচ্ছে প্রতি কেজি চাল। আদা রসুন ও জিরার দামও আকাশ চুম্বি। প্রতি কেজি জিরার দাম ১২শত টাকা। দেশি আদা ২শত ৪০ টাকা। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের মানুষ দিশেহারা।