বার্তা ডেস্ক ॥ বরগুনায় কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা উন্নয়নে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (১ নভেম্বর) বরগুনা শহরের জাগোনারী পাঠশালা প্রশিক্ষণ কেন্দ্রে এগ্রো সিএসআর প্রকল্পের আওতায় দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।
বিশেষ এই প্রশিক্ষণে বরগুনা সদর উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
ইউসিবি ব্যাংক পিএলসি বরগুনা শাখার ব্যবস্থাপক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও এগ্রো সিএসআর কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় প্রশিক্ষক হিসেবে জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষন শেষে প্রশিক্ষণার্থীদের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রকারের ফসলের বীজ ও কৃষি উপকরণ (যন্ত্রপাতি) বিতরণ করা হয়। একই প্রকল্পের আওতায় এর আগেও বরগুনা সদর উপজেলায় প্রশিক্ষণ ও সার বিতরণ হয়েছে। এছাড়াও ডিসেম্বরে বরগুনা জেলাব্যাপী উদ্যোক্তাদের কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণসহ কৃষি উপকরণ বিতরণ করার কথা রয়েছে।