আজকের বার্তা
আজকের বার্তা

হারিয়ে যাওয়া মোবাইল-টাকা মালিকদের ফিরিয়ে দিল পুলিশ


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ০১, ২০২৩ ৬:৪৯ অপরাহ্ণ হারিয়ে যাওয়া মোবাইল-টাকা মালিকদের ফিরিয়ে দিল পুলিশ
Spread the love

বার্তা ডেস্ক ॥ ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকায় হারিয়ে যাওয়া ১০টি মোবাইলসহ এক লাখ ১৭ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে পুলিশ।

বুধবার দুপুরে প্রকৃত মালিকদের কাছে মোবাইল ও টাকা হস্তান্তর করেন দক্ষিণ আইচা থানার ওসি মো. সাঈদ আহমেদ। মালিকরা তাদের টাকা ও মোবাইল ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে, মালিকদের জিডির ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহযোগিতায় দেশের বিভিন্নস্থান থেকে এসব মোবাইল ও টাকা উদ্ধার করে দক্ষিণ আইচা থানা পুলিশ।

ওসি মো. সাঈদ আহমেদ বলেন, মালিকরা তাদের মোবাইল ও টাকা ফিরে পেয়ে অনেক খুশি। এসব মোবাইল ও টাকা উদ্ধারে পুলিশ সদস্যরা আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন।