আজকের বার্তা
আজকের বার্তা

চরফ্যাশনে নিষেধাজ্ঞা অমান্য করায় ১০৫ জেলের কারাদণ্ড


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৩ ৮:২৭ অপরাহ্ণ চরফ্যাশনে নিষেধাজ্ঞা অমান্য করায় ১০৫ জেলের কারাদণ্ড
Spread the love

বার্তা ডেস্ক ॥ ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের সময় অভিযান চালিয়ে ১০৫ জেলের কারাদণ্ড দেয়া হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মো. সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে গোটা অভিযানে গেল ১৭ দিনে ৬৯টি মামলায় ১০৫ জনের কারাদণ্ড ও ৫ লাখ ৪০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ৪০০ কেজি ইলিশ মাছ ও প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানা ও হাফেজি মাদ্রাসায় বিনামূল্যে প্রদান করা হয়েছে এবং জালগুলো আগুনে পুড়ে বিনষ্ট করা হয়েছে।

উপজেলা মৎস্য অফিস থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ১২ অক্টোবর থেকে ২৮ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ১২ টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬২টি অভিযান চালানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, ১১ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে আগামী ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকূলের মূল প্রজনন স্থলসহ সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ থাকছে। এ সময় কোনভাবেই নিষেধাজ্ঞ অমান্য করা যাবে না। অতীতের ন্যায় আগামী দিনগুলোতেও আমাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।