আজকের বার্তা
আজকের বার্তা

শেবাচিমে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৩ ৫:৪২ অপরাহ্ণ শেবাচিমে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু
Spread the love

বার্তা ডেস্ক ॥ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত জানুয়ারি থেকে শের-ই বাংলা মেডিকেলে ১০৪ জনসহ বিভাগে ১৪০ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। এদিকে শের-ই বাংলা মেডিকেলেসহ বিভাগে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে আরও কমেছে।

গত ২৪ ঘণ্টায় শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় পিরোজপুরের নেছারাবাদের মোস্তাফিজুর রহমানের (৫০) মৃত্যু হয়েছে। এ নিয়ে গত জানুয়ারি থেকে বরিশাল বিভাগে ডেঙ্গুতে ১৪০ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১০৪ জনের মৃত্যু হয়েছে শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায়।

এদিকে শের-ই বাংলা মেডিকেলেসহ বিভাগে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা কমেছে। আজকের রিপোর্ট অনুযায়ী গত শনিবার বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলো ৭২৯ জন রোগী। এর আগে শুক্রবার ৮২১ জন এবং বৃহস্পতিবার চিকিৎসাধীন ছিলো ৮৪৪ জন ডেঙ্গু রোগী।