আজকের বার্তা
আজকের বার্তা

বাউফলে মহিলা আ.লীগ ও যুব মহিলা লীগের সমাবেশ


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৩ ৬:১৫ অপরাহ্ণ বাউফলে মহিলা আ.লীগ ও যুব মহিলা লীগের সমাবেশ
Spread the love

বার্তা ডেস্ক ॥ পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়ন মহিলা লীগ ও যুব মহিলা লীগের কর্মী সমাবেশ নারীদের ঢল লক্ষ করা গেছে। আজ (২১ অক্টোবর) শনিবার সকাল ১০ টায় উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের আ,স,ম ফিরোজ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এমন ঘটনা ঘটেছে। জানা গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাউফল উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চিফ হুইপ আলহাজ্ব আ স ম ফিরোজ এমপি ইতঃপূর্বে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ সাংগঠনিকভাবে তৃনমুল পর্যায়ে শক্তিশালী করার কাজে হাত দিয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের বিজয় নিশ্চিত করতে এ কার্যক্রম করা হচ্ছে। এবারই মহিলা সংগঠন নিয়ে এত জোড়েসোরে মাঠে কাজ করছে আওয়ামীলীগ। প্রত্যেকটি কর্মী সভা য় মহিলাদের উপস্থিতি ও লক্ষনীয়। সটেজমিনে দেখা গেছে আ,স,ম ফিরোজ মাধ্যমিক বিদ্যালয় মাঠটি কানায় কানায় পুর্ন হয়েছে নারীদের উপস্থিতি। প্রায় ৪ সহস্রাধিক নারীদের সমাগম হয়েছে এ মাঠে। চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগ সহ সভাপতি বাবুল হাওলাদারের সভাপতিবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাবেক চিফহুইপ আলহাজ্ব আ,স,ম ফিরোজ এমপি। বলেন, আমরাা শেখ হাসিনার কর্মী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানবতার মা শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সবাইকে এক ও ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সভায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা তাদের মনের কথাগুলো বলতে পেরে তারা আনন্দ প্রকাশ করেছে। উপস্থিত সকল নেতাকর্মীরাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার সরকর ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি শামসুল আলম মিয়া,, মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শাজাহান সিরাজ, উপজেলা মহিলা আওয়ামী লীগ সহ সভভাপতি নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইয়াসমিন ফারুক, কালাইয়া ইউপিঃ চেয়ারম্যান ফয়সাল আহমেদ মনির মোল্লা, মনির মোল্লা, চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক আলকাজ মোল্লা। প্রমুখ।