আজকের বার্তা
আজকের বার্তা

দুই নারীর শেকল ভাঙার ‘মেঘনা কন্যা’র প্রিমিয়ার টরন্টোতে


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ দুই নারীর শেকল ভাঙার ‘মেঘনা কন্যা’র প্রিমিয়ার টরন্টোতে
Spread the love

বার্তা ডেস্ক ॥ ‘দক্ষিণ এশীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফএসএ)’কে ধরা হয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সিনেমা আসর হিসেবে। সেখানে এবার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে ফুয়াদ চৌধুরী নির্মিত বাংলাদেশের সিনেমা ‘মেঘনা কন্যা’র।

কানাডার টরন্টোর এটি স্থানীয় মাল্টিপ্লেক্সে গেল ১৫ অক্টোবর সিনেমাটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে বিশ্বজুড়ে সিনেমাটিকে উন্মুক্ত করার প্রক্রিয়া শুরু হলো।

নারীপাচারকে কেন্দ্র করে গ্রামে ও শহরের দুই নারীর শেকল ভাঙার গল্প নিয়ে তৈরি করা হয়েছে সিনেমাটি। নির্মাতা ফুয়াদ চৌধুরীর মতে, নারী পাচারের মতো একটি কঠিন বিষয়ের সঙ্গে গ্রামীণ পটভূমিতে বলা সিনেমাটির গল্পে রয়েছে দর্শকের জন্য পর্যাপ্ত বিনোদন। পর্দায় নানা রকমের সামাজিক বাধার সম্মুখীন হওয়া ভিন্ন দুটি অবস্থানের নারীর মাধ্যমে বলা হয়েছে স্বপ্ন পূরণের গল্প।


Deprecated: Function WP_Query was called with an argument that is deprecated since version 3.1.0! caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 6078