আজকের বার্তা
আজকের বার্তা

দুর্গাপূজা উপলক্ষ্যে বরিশালে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ০৫, ২০২৩ ১:১৪ অপরাহ্ণ দুর্গাপূজা উপলক্ষ্যে বরিশালে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা
Spread the love

নিজেস্ব প্রতিবেদক ॥ জাতীয় নির্বাচনকে সামনে রেখে পূজা মণ্ডপগুলোতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও দাঙ্গা রোধে পুলিশসহ সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম। বৃহস্পতিবার সকাল ১১টায় বিএমপি সদর দপ্তরের হলরুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় এই নির্দেশ দেন তিনি।

পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীকসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, বরিশাল মহানগরে ব্যক্তিগত ৭টিসহ ৪৬টি পূজা মণ্ডপ রয়েছে। পূজার সময় প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা, মণ্ডপে বখাটে ও মাদক রোধে কঠোর ব্যবস্থা, ২৪ অক্টেবার সন্ধ্যা ৬টার মধ্যে দেবী বিসর্জন এবং বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন পুলিশ কমিশনার। এছাড়া মণ্ডপগুলোতে পর্যাপ্ত বিদ্যুত সরবরাহ ও মেডিকেল টিম প্রস্তুত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

 

সভায় অংশগ্রহণকারী মহানগর পূজা উদযান কমিটির সাধারণ সম্পাদক পাপ্পা দাস বলেন, জাতীয় নির্বাচন আসন্ন। নির্বাচন পূর্ব পরিবেশ অস্থিতিশীল করতে সাম্প্রদায়িক গোষ্ঠী সক্রিয়। এ অবস্থায় পূজা মণ্ডপগুলোতে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সব মণ্ডপের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে পুলিশ কমিশনার নির্দেশ দিয়েছেন।