বার্তা ডেস্ক ॥ বরগুনায় আজ হাড়ি ভাঙ্গা, রশি টানাটানি, স্মৃতিচারণ, সাংস্কৃতিক ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও বরগুনা জেলা প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে দিবসটি পালন করা হয়।
এ বছরের প্রতিপাদ্য ছিলো, সার্বজনীন মানবাধিকার ঘোষণায় ব্যক্ত অঙ্গীকার অনুযায়ী প্রবীণ ব্যক্তির অধিকার সুরক্ষা: প্রজন্ম থেকে দায়বদ্ধতা।
সকাল সাড়ে ৯ টায় র্যালি শেষে জেলা প্রশাসকের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে আয়োজিত স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ও জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, সমাজসেবা বিভাগের উপপরিচালক মো. সহিদুল ইসলাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবদুর রশিদ মিয়া, জেলা এনজিও ফোরামের সভাপতি আবদুল মোতালেব মৃধা ও বরগুনা পৌরসভার প্যানেল মেয়র হোসনেয়ারা চম্পা। অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা প্রবীণ হিতৈষী সংঘের মহাসচিব মনির হোসেন কামাল।
স্মৃতিচারণ করেন বরগুনা জিলা স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ফজলুল করিম, চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাহান কবির, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ভুবন চন্দ্র হাওলাদার, ডিকেপি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আবদুর রব ফকির, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিক উদ্দিন আহম্মেদ, প্রবীণ হিতৈষী সংঘের যুগ্ম মহাসচিব মো. শাহআলম, প্রবীণ হিতৈষী সংঘের মাহফুজা বেগম, সোহরাব বিশ্বাস, রুহুল আমিন চৌধুরীসহ আরও অনেকে।