আজকের বার্তা
আজকের বার্তা

আবার যেদিন দেখা যাবে সুপারমুন


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ০১, ২০২৩ ৯:২২ পূর্বাহ্ণ আবার যেদিন দেখা যাবে সুপারমুন
Spread the love

বার্তা ডেস্কঃ সুপারমুন গোল থালার মতো জ্বলজ্বলে। পৃথিবী থেকেও সবচেয়ে উজ্জ্বল দেখায় এ চাঁদ।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, গত ২৮ সেপ্টেম্বর সূর্যাস্তের পর থেকে সুপারমুন শুরু হয়েছিল। আকাশে যে চাঁদ উঠেছিল, তা ছিল স্বাভাবিকের চেয়ে বড় এবং অনেক বেশি উজ্জ্বল। এই চাঁদ আবার দেখতে দীর্ঘ অপেক্ষা করতে হবে পৃথিবীবাসীকে।

২৮ সেপ্টেম্বর সূর্যাস্তের পর থেকে ২৯ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টা পর্যন্ত চাঁদের ‘সুপার’ রূপ দেখা গিয়েছে। বিজ্ঞানী এবং মহাকাশ গবেষকেরা জানাচ্ছেন, এ বছর আর সুপারমুন হবে না। আগামী বছরের শুরুর দিকেও সেই সম্ভাবনা নেই।

খবরে আরও জানানো হয়, আবার ‘সুপার’ চাঁদ দেখা যাবে ২০২৪ সালের সেপ্টেম্বরে। ১৮ সেপ্টেম্বর সুপারমুন হবে। ওই বছর মোট দু’বার সুপারমুন দেখা যাবে।

সূত্র: আনন্দবাজার