বার্তা ডেস্ক ॥ কোমল পানীয় কিনে ভারতে বিশ্বকাপ দেখার টিকিট জিতেছেন বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা ইলিয়াস শিকদার। তিনি পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পদ্মা গ্রামের আবদুর রহমান শিকদারের ছেলে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিশ্বকাপ টিকিট জেতার কথা জানান ইলিয়াস শিকদার।
তিনি জানান, ‘স্থানীয় একটি দোকান থেকে আধা লিটার ওজনের দুইটি কোমল পানীয় (কোকাকোলা) কিনি। এরপর বোতলের গোপন নম্বর দিয়ে তাদের ওয়েবসাইটে গিয়ে কোম্পানির শর্ত ও নিয়ম মেনে পরের প্রক্রিয়া সম্পন্ন করি। তাতে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের টিকিট জেতার কথা জানতে পারি। ’
ইলিয়াস শিকদার আরও বলেন, ‘আমার পাসপোর্ট আছে। কোম্পানির পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হবে। এখন আমি ভারতে গিয়ে বাংলাদেশের খেলা দেখার জন্য মুখিয়ে আছি। ’
এ বিষয়ে কোকাকোলার বাংলাদেশ নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক তা জি তুং গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ ক্রিকেটপাগল দেশ। প্রতি বিশ্বকাপে ভক্তদের আশা থাকে যে, বাংলাদেশ দল ভালো খেলে ইতিহাস সৃষ্টি করবে। দলের ওপর মানুষের এই বিশ্বাস সত্যিই অসাধারণ। এই বিশ্বাস দলকে ভালো খেলতে অনুপ্রাণিত করে।
বাংলাদেশ দলের প্রতি ভক্তদের এই আবেগ ও বিশ্বাসকে সম্মান জানাতে আমরা ‘বিশ্বাসে ম্যাজিক’ ক্যাম্পেইনটি চালু করেছি। এই ক্যাম্পেইনের মাধ্যমে ভক্তরা সরাসরি বিশ্বকাপে উপস্থিত থেকে প্রিয় দলকে উৎসাহিত করতে পারবেন। ’
৭ অক্টোবর আফগানিস্তান ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।