আজকের বার্তা
আজকের বার্তা

চরফ্যাশনে জাতীয় কন্যা শিশু দিবস পালন


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৩ ১:১২ অপরাহ্ণ চরফ্যাশনে জাতীয় কন্যা শিশু দিবস পালন
Spread the love

নিজেস্ব প্রতিবেদক ॥ ভোলার চরফ্যাশনে জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সারা দেশের ন্যায় চরফ্যাশনে শনিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদে এ কর্মসূচি পালন করা হয়।

চরফ্যাশন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কন্যা শিশু আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা রাখবে। কন্যা শিশুর ভবিষ্যৎ অন্তরায় বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

 

এসময় উপস্থিত ছিলেন নারী কাউন্সিলর, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নারীরা।