আজকের বার্তা
আজকের বার্তা

বরিশাল ঈদে মিলাদুন্নবী উদযাপিত


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১:৫২ অপরাহ্ণ বরিশাল ঈদে মিলাদুন্নবী উদযাপিত
Spread the love

বার্তা ডেস্কঃ  বরিশালে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় বরিশাল ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে আলোচনা সভা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ (স.) এর অবদান, ভূমিকা ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য নিয়েও আলোচনা করা হয়।

এছাড়া কিরাত, হাম, নাথ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম।