আজকের বার্তা
আজকের বার্তা

গৌরনদীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩ ২:৩৮ অপরাহ্ণ গৌরনদীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
Spread the love

নিজেস্ব প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদী উপজেলায় পুকুরে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠি গ্রামের নিজ বাড়ির পাশের পুকুরে এ ঘটনা ঘটে।

মৃত শিশু ফাতেমা আক্তার ঐ গ্রামের কুয়েত প্রবাসী আবুল হোসেন খানের মেয়ে। গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেনে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, বাড়ির পাশে খেলাধুলা করছিল ফাতেমা। একপর্যায়ে পাশের পুকুরে পড়ে যায়। এদিকে, পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখেন। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।