আজকের বার্তা
আজকের বার্তা

শনিবার বরিশালে রোডমার্চ করবে বিএনপি


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৩ ২:১৬ অপরাহ্ণ শনিবার বরিশালে রোডমার্চ করবে বিএনপি
Spread the love

বার্তা ডেস্ক ॥ বরিশালে আগামী শনিবার ১০ হাজারের বেশি যানবাহন নিয়ে রোডমার্চ কর্মসূচি করবে বিএনপি। রোডমার্চে বরিশাল বিভাগের ছয় জেলার নেতাকর্মীরা অংশ নেবে। এই কর্মসূচি সফলে দিনরাত বিএনপি ও অঙ্গসংগঠন বৈঠকসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে কারা নেতৃত্ব দেবেন এ কর্মসূচির।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রোডমার্চ কর্মসূচির সূচনাস্থল ও উদ্বোধনী আয়োজনের নির্ধারিত স্থান নগরীর বঙ্গবন্ধু উদ্যান পরিদর্শন করেছে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য দেখা গেছে।

বিএনপি নেতারা জানান, বরিশাল বিভাগের ছয় জেলার নেতাকর্মীরা এই রোডমার্চে অংশ নেবে। শনিবার সকাল ১০টায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে রোডমার্চ শুরু হয়ে রূপাতলী, ঝালকাঠি এলজিডি মোড়, রাজাপুর মেডিকেল মোড় হয়ে পিরোজপুর গিয়ে শেষ হবে। রোডমার্চে নেতৃত্ব দেবেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর (বীরউত্তম), আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু।