আজকের বার্তা
আজকের বার্তা

মারা গেলেন বাবা, হাসপাতালে চিকিৎসাধীন ছেলে


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৩ ২:০২ অপরাহ্ণ মারা গেলেন বাবা, হাসপাতালে চিকিৎসাধীন ছেলে
Spread the love

বার্তা ডেস্ক ॥  বরিশালের আগৈলঝাড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের দুদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন মিয়া নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো তার ছেলে ফরিদ মিয়া হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের স্বজন শামীম হাসান। তিনি বলেন, সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেনের মৃত্যু হয়। দুপুরে মরদেহ বাড়িতে আনা হয়েছে।

এরআগে, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার ডাসার-বাশাইল-আগৈলঝাড়া সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার হোসেন মিয়া ও তার ছেলে ফরিদ মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।