আজকের বার্তা
আজকের বার্তা

উদ্বোধনের পরই মুখ থুবড়ে পড়েছে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রম


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৩ ১:৫৬ অপরাহ্ণ উদ্বোধনের পরই মুখ থুবড়ে পড়েছে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রম
Spread the love

বার্তা ডেস্ক ॥ ঝালকাঠির নলছিটি উপজেলার শংকরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুধ খাওয়ানোর কার্যক্রম উদ্বোধনের পরই মুখ থুবড়ে পড়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, প্রতিদিন দুধ দেওয়ার নিয়ম থাকলেও পুরো সপ্তাহের দুধ এক দিনে দিতে চায় সরবরাহকারী প্রতিষ্ঠান।

জানা গেছে, নলছিটি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে পৌরসভার শংকরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ‘স্কুল মিল্ক ফিডিং’ কার্যক্রমের আওতাভুক্ত করা হয়। বিদ্যালয়টিতে মোট শিক্ষার্থীর সংখ্যা ১৩৪। গত ১১ জুন বিদ্যালয়টিতে জনপ্রতি প্রতিদিন ২০০ গ্রাম তরল দুধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু। ওই দিন এমপির উপস্থিতিতে আড়ং কোম্পানি কর্তৃপক্ষ ১ হাজার ২০০ প্যাকেট দুধ প্রধান শিক্ষকের হাতে তুলে দেয়।

পরিপত্র অনুযায়ী প্রতিদিন শিক্ষার্থীদের নামে বরাদ্দ ১৩৪ প্যাকেট দুধ আড়ং কোম্পানি বিদ্যালয়ে পৌঁছে দেবে। বিদ্যালয় সংশ্লিষ্টদের ভাষ্য, আড়ং কোম্পানি ওই নির্দেশনা মানতে নারাজ। তারা অতিরিক্ত খরচের অজুহাতে এক সপ্তাহের দুধ একসঙ্গে দিতে চায়। বিষয়টি নিয়ে আপত্তি তোলায় উদ্বোধনের পর বন্ধ রয়েছে কর্মসূচি।

অভিভাবকরা জানান, এ কর্মসূচি চালু হওয়ার পর স্কুলে বাচ্চাদের উপস্থিতি বেড়েছিল। এখন আবার কমে গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা বেগম বলেন, ‘আড়ং কোম্পানি কর্তৃপক্ষ চেয়েছিলে এক সপ্তাহের দুধ এক দিনে দেবে। কিন্তু তরল দুধ সংরক্ষণের জন্য আমাদের ফ্রিজ নেই। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে প্রতিদিনের দুধ প্রতিদিন দিতে বলায় তারা আর আসেনি।’

আড়ং কোম্পানির ডিপিডি হিরণ্ময় দাবি করেন, প্রকল্প এখনও বন্ধ হয়নি। দ্রুত চালু করার জন্য কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন। দুর্গম এলাকায় এক সপ্তাহের পণ্য একসঙ্গে দেওয়ার বিধান রয়েছে।

প্রকল্পের সদস্য সচিব উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, আমরা নিয়মিত গিয়ে তদারক করছি। তারা (আড়ং কোম্পানি) নিয়ম মানতে নারাজ। ওই প্রকল্পের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিদিনের দুধ প্রতিদিন দিতে বলায় আড়ং কোম্পানি রাজি হয়নি। তাই প্রকল্পের কাজ থেমে রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, আমি সদ্য যোগদান করেছি। বিষয়টি আমার জানা নেই। সবার সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করব।