বার্তা ডেস্ক ॥ পিরোজপুরের স্বরূপকাঠিতে রেইনট্রি গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার উপজেলার সেহাঙ্গল গ্রাম থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তোয়ালে দিয়ে গাছের সঙ্গে ওই কিশোরের লাশ ঝোলানো ছিল। শ্যাম বর্ণের ওই কিশোরের পরনে কালো জিন্স প্যান্ট ও হালকা আকাশি রংয়ের হাফ হাতার গেঞ্জি ছিল।
ওই কিশোরের প্যান্টের পকেটে একটি টেনিস বল পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। লাশটি উদ্ধারের পর বর্তমানে নেছারাবাদ থানায় রাখা হয়েছে।
নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য পুলিশের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হচ্ছে।