বার্তা ডেস্ক ॥ উপজেলা পর্যায়ে খাদ্য কর্মসূচির আওতায় সুবিধাবীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল ৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজে¦ব বেলায়েত হোসেন ঢালী। উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, হিজলা থানা অফিসার ইনচার্জ জোবায়ের আহমেদ, গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান তালুকদার, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ। উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম স্বপন চৌধুরী, মেমানিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন, হরিনাথপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুর রহমান সিকদারসহ আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।