আজকের বার্তা
আজকের বার্তা

এশিয়া কাপ জিতলেও বাংলাদেশের বিপক্ষে হারের দাগ থেকে যাবে ভারতের


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩ ১:৩০ অপরাহ্ণ এশিয়া কাপ জিতলেও বাংলাদেশের বিপক্ষে হারের দাগ থেকে যাবে ভারতের
Spread the love

বার্তা ডেস্ক ॥ ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা দল ভারত। বিশ্ব ক্রিকেটের হর্তাকর্তাও তারা। এশিয়ান ক্রিকেটেও ভারত পরাশক্তি দল।

কিন্তু এশিয়া কাপের ফাইনালের ঠিক আগের ম্যাচে শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ২৬৬ রান তাড়ায় হেরে যায় ভারত।

টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট পাকিস্তানকে বিদায় করে দেওয়া ভারত বাংলাদেশের বিপক্ষে হেরে কঠোর সমালোচনার মুখে পড়েছে।

আগামীকাল রোববার শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনাল ম্যাচে স্বাগতিক শ্রীলংকার মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচে ভারতই হট ফেভারিট। দুই দলের অতীত সমীকরণ, সাম্প্রতিক পারফরম্যান্স এবং টিম ব্যালেন্সের দিক থেকে ভারতই শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে।

আগামীকাল এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকাকে হারিয়ে ভারত রেকর্ড অষ্টমবার শিরোপা জিতলেও টাইগারদের সঙ্গে এই হারের দাগ ক্ষতচিহ্ন হয়ে থাকবে।

শুক্রবার শ্রীলংকার রাজধানী কলম্বোয় ৫৯ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া বাংলাদেশ শেষ পর্যন্ত সাকিব আল হাসান (৮০), তাওহিদ হৃদয় (৫৪), নাসুম আহমেদ (৪৪) ও শেখ মেহেদির (২৯*) ব্যাটিংশৈলিতে ৮ উইকেটে ২৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে।

টার্গেট তাড়ায় ১৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ভারত ওপেনার শুভমান গিলের (১২১) সেঞ্চুরিতে জয়ের দুয়ারে চলে যায়। লোয়ার অর্ডারে অক্ষর প্যাটেল লড়াই করেও তীরে গিয়ে তরী ডুবায়। শক্তিশালী ভারতকে ৬ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালের আগে বিদায় নেওয়া বাংলাদেশ উল্লাসে মেতে ওঠে।