বার্তা ডেস্ক ॥ ভোলার ইলিশায় মেঘনা তীররক্ষা সিসি ব্লক বাঁধে আবারও নতুন করে ধস সৃষ্টি হয়েছে। এতে করে ইলিশা নদী বন্দরের দুই নম্বর ঘাটের পল্টুনের হাই ওয়াটার র্যাম থেকে ব্লক ধসে বন্ধ হয়ে গেছে ওই ঘাটটি।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে ওই ঘাটটি বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ।ইলিশা ঘাটের ইজারাদারের ম্যানেজার মো. মহসিন জানান, গতকাল রাত থেকে ইলিশা ঘাটের দুই নম্বর পল্টুনের র্যামের ব্লকে ধস সৃষ্টি হয়। শুক্রবার এটি দেড় মিটারের মতো ধসে যায়। এতে করে যাত্রীদের পল্টুনে ওঠানামা অসম্ভব হয়ে পড়ে। পরে আমরা বিআইডব্লিউটিএর সঙ্গে যোগাযোগ করি। তারা আজ সকালে দুই নম্বর পল্টুনের ঘাটটি বন্ধ ঘোষণা করেন।
তিনি আরও জানান, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কর্ণফুলী-৩, কর্ণফুলী-১৪, রাজারহাট বি, দোয়েল পাখি-১০, গ্রীন ল্যান্ড, তাসরিফ-১ ও তাসরিফ-২ ইলিশার দুই নম্বর ঘাটের পল্টুন দিয়ে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ও ঢাকা থেকে যাত্রী নিয়ে এ পল্টুনে ভেড়ে। কিন্তু ঘাটটি বন্ধ করে দেওয়ায় এখন বাকি ১ নম্বর ও ৩ নম্বর ঘাটের পল্টুন দিয়ে যাত্রী ওঠানামা করছে।
ভোলা বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম জানান, ব্লক বাঁধ ধসের কারণে ইলিশা নদীবন্দরের দুই নম্বর ঘাটটি বন্ধ করে দিয়েছি। পানি উন্নয়ন বোর্ড আমাদের কাছে ১০ দিন সময় নিয়েছে। ওই সময়ের মধ্যে তারা ধসে যাওয়া স্থানে জিও ব্যাগ ফেলবে। তারপর আমরা আবারো দুই নম্বর ঘাটটি চালু করতে পারবো।