আজকের বার্তা
আজকের বার্তা

২ কেজি ইলিশের দাম হাঁকা হলো ৫৭০০ টাকা, মেলেনি ক্রেতা


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৩ ৮:৪৭ পূর্বাহ্ণ ২ কেজি ইলিশের দাম হাঁকা হলো ৫৭০০ টাকা, মেলেনি ক্রেতা

বার্তা ডেস্কঃ  বরগুনায় বিষখালী নদীতে জেলেদের জালে ধরা পড়েছে এক কেজি ৯০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। যার দাম হাঁকা হয়েছে ৫ হাজার ৭০০ টাকা।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরগুনা পৌরসভার খুচরা মাছ বাজারে এ ইলিশটি ওঠে। কিন্তু দাম চড়া হওয়ায় ক্রেতা মেলেনি।

জানা যায়, বৃহস্পতিবার বিষখালী নদীতে ইলিশটি ধরা পড়ে। পৌর মাছ বাজারের আড়ত থেকে অনেক চড়া দামে মাছটি কিনে আনেন খুচরা মাছ ব্যবসায়ী পনু জোমাদ্দার। এক কেজি ৯০০ গ্রাম ওজনের এ ইলিশ মাছের কেজি হাঁকা হয় ৩ হাজার টাকা। এতে দাম পড়ে ৫ হাজার ৭০০ টাকা।

বর্তমানে উপকূলীয় জেলা বরগুনায় ইলিশের আকাল চলছে। সাগর ও নদী কোথাও ইলিশ ধরা পড়ছে না। স্থানীয় বাজারে ৩০০ থেকে ৪০০ গ্রামের ইলিশের কেজিও ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।

বরগুনা পৌর মাছ বাজারের খুচরা মাছ বিক্রেতা পনু জোমাদ্দার জানান, বিষখালী নদীর মাছ সুস্বাদু হওয়ায় দাম একটু বেশি হয়ে থাকে। বড় আকারের ইলিশ সাধারণত ধরা পড়ে না। বিষখালী নদীর বড় ইলিশের চাহিদা সবসময় অনেক বেশি থাকে। এখনো মাছটি বিক্রি করতে পারেনি।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, বাজার মনিটরিং এবং দাম নির্ধারণ করা আমাদের কাজ না। এছাড়া জেলেরা একটু বেশি দামে মাছ বিক্রি করলে এটা আমাদের সার্থকতা। কারণ মাছ বিক্রি করেই তাদের জীবিকা নির্বাহ হয়।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107