মোঃ জিয়াউদ্দিন বাবু ॥ মাদক মামলায় কাউনিয়ার মোঃ স্বপন হাওলাদার (পলাতক) কে ৫ বছরের সশ্রম কারাদন্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।বুধবার বরিশাল বিভাগীয় স্পেশাল জজ মেহেদী আল মাসুদ ওই রায় দেন। মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৭ সনের ১৯ নভেম্বর কাউনিয়া সুরেন্দ্র নাথ ছাত্রাবাস এর সামনে পাকা রাস্তার উপর দাড়ানো আসামীর দেহ তল্লাসী করে ২শত পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক সমীরণ মন্ডল ঘটনার দিন মামলা করেন। ২০১৭ সনের ৯ ডিসেম্বর মামলার চার্জশীট দেন তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ মোস্তাফিজুর রহমান। আদালত ৮ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে কাউনিয়া উত্তর পলাশপুরের মৃত মোহাব্বত আলী হাওলাদারের ছেলে মোঃ স্বপন হাওলাদার কে ৫ বছরের সশ্রম কারাদন্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করা হয়েছে। রায় ঘোষনার সময় আসামী পলাতক থাকায় বিচারক গ্রেফতারী পরোয়ানা জারীর নির্দেশ দেন।