আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালের হিজলায় বিষধর সাপ রাসেলস ভাইপার উদ্ধার


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৩ ২:২৮ অপরাহ্ণ বরিশালের হিজলায় বিষধর সাপ রাসেলস ভাইপার উদ্ধার
Spread the love

বার্তা ডেস্ক ॥ বরিশালের হিজলায় প্রাণঘাতী বিষধর সাপ রাসেলস ভাইপার উদ্ধার করা হয়েছে। অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা আজ বুধবার উপজেলার মৌলভির হাট থেকে সাপটি উদ্ধার করে।

উদ্ধারের পর রাসেলস ভাইপারটি সাপে কামড়ের প্রতিষেধক গবেষণা প্রতিষ্ঠান চট্টগ্রাম ভেনম রিসার্চ সেন্টারে পাঠানো হয়। হিজলা উপজেলা বন কর্মকর্তা শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্য এইচ এম শামিম বলেন, স্থানীয়রা আজ একটি পরিত্যক্ত বক্সের মধ্যে সাপটি দেখে। তাতে আতঙ্কিত হলেও এলাকাবাসী সাপটি না মেরে বন বিভাগকে জানায়। তাদের মাধ্যমে খবর পেয়ে তাদের সাপ উদ্ধারকারী সদস্য আসাদুল্লাহ হাসান মুসা হিজলার মৌলভির হাটে গিয়ে সাপটি উদ্ধার করেন।

এইচ এম শামিম আরও বলেন, অতি বিষধর সাপটি ভারতীয় উপ মহাদেশে বেশ আলোচিত। এটি এক থেকে দেড় ফুট লম্বা হয়ে থাকে। দেশের সর্বত্র দেখা না গেলেও বরিশাল, পটুয়াখালী ও কলাপাড়ায় এ সাপের দেখা পাওয়া যায়।