বার্তা ডেস্ক ॥ পিরোজপুরে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের নিয়ে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প করেছে উদ্দীপন আঞ্চলিক কার্যালয়।
বুধবার সকালে পিরোজপুর পৌরসভার নরখালী আশ্রয়ণ প্রকল্পে এ কার্যক্রম পরিচালনা করা হয়। প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
সদর উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ইঞ্জিনিয়ার জিদান আহমেদ জসিম, উদ্দীপনের জোনাল ব্যবস্থাপক ও সহকারী পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক কাইউম হোসেনসহ উদ্দীপনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক ও আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীরা।
এ সময় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের শতাধিক বাসিন্দাদের নিয়ে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পে ফ্রি স্বাস্থ্যসেবা দেওয়া হয়।