বার্তা ডেস্ক ॥ বেতাগী পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির বিভিন্ন অংশ ভেঙে বিকৃত করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সোমবার সকালে প্রতিকৃতিটির বেশ কিছু অংশ ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। বিকেলে প্রতিকৃতিটি লাল কাপড় দিয়ে ঢেকে দেয় উপজেলা প্রশাসন।
২০১৮ সালে উপজেলার পৌর শহরের ৭ নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে টাইলস দিয়ে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি স্থাপন করা হয়। স্থানীয়দের ধারণা, গত রোববার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা প্রতিকৃতির মুখ, কান, গলা ও দুই চোখের অংশের টাইলস ইট দিয়ে পিটিয়ে ভেঙ্গে ফেলে।
সকালে বিষয়টি ভবনের কেয়ারটেকার শামিম আহমেদ মাঝির নজরে এলে তিনি কর্তৃপক্ষকে ঘটনাটি জানান। শামিম মাঝি বলেন, ‘সকালে অফিসে এসে দেখি বঙ্গবন্ধুর প্রতিকৃতির দুই চোখ, কান ও নাকের অংশের টাইলস উঠানো। ঘটনাটি আমি তাৎক্ষণিক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার রেজাউল করীম ফারুক শিকদারকে জানাই। পরে তিনি ইউএনও ফারুক আহমেদকে বিষয়টি জানান। এ ঘটনায় আমরা বেতাগী থানায় লিখিত অভিযোগ করেছি।
বেতাগী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার রেজাউল করিম ফারুক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি আমরা তদন্ত করছি।
বেতাগীর ইউএনও ফারুক আহমেদ বলেন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি কে বা কারা ক্ষতিগ্রস্থ করেছে জানা যায়নি। আপাতত প্রতিকৃতিটি লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।