আজকের বার্তা
আজকের বার্তা

কোটি টাকা নিয়ে পালানো সেই মোবাইল ব্যাংকিং কর্মকর্তা রিমান্ডে


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৩ ২:০০ অপরাহ্ণ কোটি টাকা নিয়ে পালানো সেই মোবাইল ব্যাংকিং কর্মকর্তা রিমান্ডে
Spread the love

বার্তা ডেস্ক ॥ বরিশালের মুলাদীতে কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে আটক মোবাইল ব্যাংকিং কর্মকর্তা লিমন খানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার মুলাদী থানা পুলিশ তাকে আদালতে হাজির করে তদন্তের জন্য ৫ দিনের রিমান্ড চাইলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

লিমন খান হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কোলচর গ্রামের আবদুল মান্নান খানের ছেলে। তিনি মোবাইল ব্যাংকিং নগদের পরিবেশক জিহাদ দেওয়ানের এজেন্সির ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত ২০ আগস্ট ১ কোটি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে পালিয়ে ছিলেন বলে অভিযোগ করেন জিহাদ দেওয়ান। ওই ঘটনায় জিহাদ বাদী হয়ে ২২ আগস্ট বিকালে লিমন খানসহ ১০ জনকে আসামি করে মুলাদী থানায় মামলা করেছিলেন। রোববার রাতে তদন্তকারী কর্মকর্তা মুলাদী থানার এসআই কেএম মফিজুর রহমানের নেতৃত্ব পুলিশ অভিযান চালিয়ে ঢাকার বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, টাকা উদ্ধার না হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য লিমন খানকে রিমান্ডে আনা হয়েছে।