আজকের বার্তা
আজকের বার্তা

কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৩ ১২:২০ অপরাহ্ণ কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
Spread the love

বার্তা ডেস্ক ॥ ”উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত দিনব্যাপী দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়ে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। মঙ্গলবার (১২সেপ্টেম্বর) সকালে উপজেলার কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুজ্জামান হাওলাদারের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাউখালী উপজলো স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুজন সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অমিত কুমার সরকার, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা নুসরাত নওশীন সুবর্ণা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্ব পালন করেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠান শেষে শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ বাল্য বিবাহকে আমরা না বলি।