আজকের বার্তা
আজকের বার্তা

ভারত-পাকিস্তান ম্যাচেও দর্শক নেই, কী কারণ বললেন মুরালি


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৩ ১:৪৪ অপরাহ্ণ ভারত-পাকিস্তান ম্যাচেও দর্শক নেই, কী কারণ বললেন মুরালি

বার্তা ডেস্ক ॥ ভারত-পাকিস্তানের খেলা হচ্ছে, কিন্তু গ্যালারি ফাঁকা। এমন দৃশ্য শেষ কবে দেখেছেন? সেটাও উপমহাদেশের মাটিতে। এবারের এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী এর মধ্যেই দুবার মুখোমুখি হয়েছে।

কিন্তু শ্রীলঙ্কার পাল্লেকেলেতে লিগ পর্বের প্রথম ম্যাচের পর আজ কলম্বোতেও দুই দলের ম্যাচে গ্যালারি প্রায় ফাঁকা। কেন, সেই কারণ বলেছেন কিংবদন্তি শ্রীলঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরন। আর সেটা বলতে গিয়েই মুরালি সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।

মুরালিধরনের দাবি, অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই করা শ্রীলঙ্কার জনগণের জন্য এশিয়া কাপের টিকিটের দাম স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। সে জন্য এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) দায় দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর সঙ্গে এক সাক্ষাৎকারে মুরালি বলেছেন, ‘এবারের এশিয়া কাপের আয়োজক যেহেতু পাকিস্তান, টিকিটের দামও পিসিবিই নির্ধারণ করেছে। শ্রীলঙ্কা এখন অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এশিয়া কাপের টিকিটের দাম এই অবস্থায় অনেক বেশিই মনে হচ্ছে।’

পিসিবি অবশ্য দর্শক-খরা দেখে ভারত-পাকিস্তানের সুপার ফোরের ম্যাচের আগে টিকিটের দাম কিছুটা কমিয়েছে। কিন্তু সেটা যে কাজে দেয়নি, তা–ও মনে করিয়ে দিয়েছেন মুরালি, ‘তাঁরা দাম শেষ মুহূর্তে কমিয়েছে। কিন্তু এভাবে তো হয় না। শ্রীলঙ্কান রুপিতে টিকিটের দাম ছয় হাজার থেকে শুরু। আপনি যদি গ্র্যান্ড স্ট্যান্ড থেকে খেলা দেখতে চান, তাহলে ৪০ থেকে ৫০ হাজার শ্রীলঙ্কান রুপি খরচ করতে হবে। এটা তো একজন লোকের মাসের বেতনের সমান। এত টাকা খরচ করে শ্রীলঙ্কায় কেউ খেলা দেখবে বলে আমার মনে হয় না।’

শুধু মুরালিধরন নন, অনেক সাবেক ক্রিকেটারও ভারত-পাকিস্তানের ম্যাচে ফাঁকা গ্যালারি দেখে অবাক হয়েছেন। টুইটারে পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ এ নিয়ে লিখেছেন, ‘ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচকে ঘিরে দর্শকদের এমন অনাগ্রহ আগে কখনো দেখিনি।’

শুধু ভারত-পাকিস্তান ম্যাচ নয়, ৯ সেপ্টেম্বর স্বাগতিক শ্রীলঙ্কা ও বাংলাদেশের ম্যাচেও গ্যালারি ছিল ফাঁকা। শ্রীলঙ্কা তাদের ঘরের মাঠে খেলছে, কিন্তু মাঠে দর্শক নেই। ভাবা যায়? মুরালিধরনেরও একই আক্ষেপ, ‘শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার খেলা হলে মাঠ সব সময় ভরা থাকে। কিন্তু এবার দর্শক আসতে চাইলেও পারছে না; কারণ, টিকিটের দাম অনেক বেশি। শনিবার শ্রীলঙ্কা আর বাংলাদেশের খেলা হলো, শ্রীলঙ্কা ভালো করছে, তবু মাঠে দর্শক হয়নি।’

বৃষ্টিও মাঠে দর্শক না আসার আরেকটা কারণ হতে পারে। মুরালিধরন বলেছেন সেটাও, ‘ভারত-পাকিস্তানের লিগ পর্বের ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়। হয়তো বৃষ্টির কারণে দর্শকেরাও ঝুঁকি নিতে চাচ্ছে না।’


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107