আজকের বার্তা
আজকের বার্তা

নলছিটিতে শিশুকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৩ ১২:৪৪ অপরাহ্ণ নলছিটিতে শিশুকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
Spread the love

বার্তা ডেস্ক ॥ ঝালকাঠির নলছিটিতে এক শিশুকে ধর্ষণের মামলার আসামি মো. মজিবুর রহমান হাওলাদারকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হোসেন।

গ্রেপ্তার মজিবুর হাওলাদার উপজেলার কাঠিপাড়া গ্রামের প্রয়াত চানু হাওলাদারের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বহরমপুর গ্রামে রোববার সকালে ওই শিক্ষার্থীর মা তার ছোট ভাইকে নিয়ে মাদ্রাসায় যান। ঘরে কেউ না থাকার সুযোগে ওই শিশুকে একা পেয়ে ধর্ষণ করে মজিবুর। পরে শিশুটির মা বাড়িতে এলে মজিবুর ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে একজনকে আসামি করে ধর্ষণের মামলা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান, মামলার পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।