আজকের বার্তা
আজকের বার্তা

হিজলায় অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধ সংক্রান্ত উদ্ভুদ্ধকরণ সভা


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৩ ১২:৫১ অপরাহ্ণ হিজলায় অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধ সংক্রান্ত উদ্ভুদ্ধকরণ সভা

বার্তা ডেস্ক ॥ বরিশালের হিজলায় বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উদ্যোগে হিজলা সাব জোনাল অফিসের আয়োজনে অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধ সংক্রান্ত উদ্ভুদ্ধ করণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর সকাল ১১টা কাউরিয়া স্কুল এ- কলেজের হলরুমে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ উদ্ভুদ্ধ করণ সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী হুমায়ুন কবির, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক ও বোর্ড সচিব মোঃ নুরনবী, মুলাদী জোনাল অফিসের ইনচার্জ প্রকৌশলী মহসিন কবির, কাউরিয়া স্কুল এ- কলেজের সভাপতি ডাঃ অশোক কুমার চ্যাটার্জী, বক্তব্য রাখেন হিজলা সাব জোনাল অফিসের ইনচার্জ শ্যামল মন্ডল, সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মইনুল হোসেন, উপস্থিত ছিলেন সাবেক পরিচালক আরিফ হোসেন মৃধাসহ বিকাশ ও রকেটের প্রতিনিধ। সভায় প্রজেক্টরের মাধ্যমে কি ভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করে তার পরিবারকে সহযোগিতা করতে পারে সে বিষয়ে আলোকপাত করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জিএম প্রকৌশলী হুমায়ুন কবির বলেন আমরা প্রতিটি মানুষ স্বপ্নের সমান বড়, আমরা প্রত্যেকেই বড় হওয়ার স্বপ্ন দেখি। আমাদের বড় হওয়ার সাথে সাথে দেশ, সমাজ ও পিতা-মাতা সংসারের উপর দায়িত্বশীল হতে হয়। লেখা পড়ার পাশাপাশি ইলেক্ট্রনিক্স ডিভাইসের মাধ্যেমে বিদ্যুৎ বিল পরিশোধ করেও পরিবারকে সহযোগিতা করতে পারি। এটাও পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করা। ডিজিএম মহসিন কবির বলেন ঝড়ে বিদ্যুৎের তার ছিড়ে গেলে আমাদের করণীয় বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করেন।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107