বার্তা ডেস্ক ॥ ২০২৪ সালের জানুয়ারিতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় ও জমজমাট টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যেই শক্তিশালী দল গঠনের লড়াইয়ে নেমেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই ধারাবাহিকতায় পাকিস্তানের মোহাম্মদ আমির ও শোয়েব মালিককে দলে নিয়েছে ফরচুন বরিশাল।
শুধু মালিক-আমির নয়, বরিশাল সরাসরি সাইনিংয়ে দলে ভিড়িয়েছে পাকিস্তানের তরুণ পেসার আব্বাস আফ্রিদি ও আয়ারল্যান্ডের তারকা ব্যাটার পল স্টার্লিংকে। এর আগে বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে আইকন হিসেবে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সবশেষ আসর মাতানো তিন ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ, এনামুল হক বিজয় ও মাহমুদউল্লাহ রিয়াদকে ধরে রেখেছে তারা। বিদেশি ক্রিকেটারদের তালিকা বেশ লম্বা করেছে বরিশাল। ফখর জামান ও ইব্রাহিম জাদরানের সঙ্গে চুক্তি সম্পূর্ণ করেছে বরিশালের কতৃপক্ষ।
শুধু বরিশাল নয়, দল গোছানোর কাজ অনেকটাই এগিয়ে নিয়েছে রংপুর রাইডার্স। নতুন মৌসুমে সাকিব আল হাসানকে আইকন হিসেবে যুক্ত করেছে রাইডার্স কতৃপক্ষ। সবশেষ আসর মাতানো হাসান মাহমুদ, নুরুল হাসান সোহান ও শেখ মাহাদীকে ধরে রাখার পাশাপাশি চমক দেখিয়েছে বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়ে।
সরাসরি সাইনিংয়ে বাবর আজমকে দলে নিয়েছে রংপুর। এছাড়াও শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরানকে দেখা যাবে রংপুরের জার্সিতে মাঠ মাতাতে।
বিদেশি ক্রিকেটারদের দিকেই বেশি ঝুঁকছে ফ্র্যাঞ্চাইজিগুলো। চট্টগ্রাম চ্যালেঞ্জার সরাসরি সাইনিংয়ে দলে নিয়েছে পাকিস্তানের তরুণ ব্যাটার হারিস রউফ ও আফগানিস্তানের অভিজ্ঞ ব্যাটার নাজিবউল্লাহ জাদরানকে।
এছাড়াও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লার জার্সিতে দেখা যাবে মোহাম্মদ রিজওয়ান ও ইফতেখার আহমেদকে। গুঞ্জন রয়েছে জস বাটলার, জনি বেয়ারেস্টোদের খেলা নিয়েও। যদিও একই সময়ে মাঠে গড়াবে আরব আমিরাত প্রিমিয়ার লিগ।